লোকাল ট্রেনের কামরায় সহজ পাঠ এ শৈশবের হদিশ

14th June 2020 11:41 pm কলকাতা
লোকাল ট্রেনের কামরায় সহজ পাঠ এ শৈশবের হদিশ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ট্রেন কামরায় উঠলেই ব‍্যতিক্রমী ছবি । যেন হঠাৎ করেই শৈশবে ফিরে যাওয়া । দেওয়াল জুড়ে ফের স্মৃতিতে ভেসে ওঠা ফেলে আসা দিনের কথা । পূর্ব রেলের অভিনব উদ‍্যোগ শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের মহিলা কামরায় । দেওয়াল জুড়ে " সহজ পাঠ " ! যা সহজেই নজর কাড়ছে সকলের । দাঁড়িয়ে রয়েছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং । রয়েছে সহজ পাঠের সহজ ছড়া এবং ছবি । রং তুলি হাতে নিপুন দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে কামরার অভ‍্যন্তরে । সাধারনত লোকাল ট্রেনের ভিতরে কামরায় দৃশ‍্য দূষণ এর বাড়বাড়ন্ত । হরেক বিজ্ঞাপনের চটকদার চমক । সপরিবারে ট্রেনে যাতায়াত করলেই অনেকে মুখ ঘুরিয়ে নেন বাধ‍্য হয়ে দেওয়ালের বিজ্ঞাপনী ভাষা র জেরে । তার মধ‍্যেই এ যেন এক মরুভূমির মাঝে মরীচিকার মত । সহজ পাঠ এর আবেশে ফিরে যাওয়া স্কুল বেলাতে । শিশুদের জন‍্য বাড়তি পাওনা তো অবশ‍্য ই । সমস্ত ট্রেন কামরাতেই আসুক এধরনের উদ‍্যোগ বলছেন যাত্রীরাই । রেলের উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।